‘সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতামুক্ত দক্ষিণ এশিয়া চাই’
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2016/02/24/photo-1456265498.jpg)
‘সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতামুক্ত দক্ষিণ এশিয়া চাই’ স্লোগান সামনে রেখে অহিংসবাদী নেতা মহাত্মা করমচাঁদ গান্ধীর স্মৃতিবিজড়িত নওগাঁর আত্রাইয়ে গান্ধী আশ্রমে পাঁচ দেশের প্রতিনিধিদের নিয়ে এক জঙ্গিবিরোধী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
দক্ষিণ এশিয়ার প্রগতিশীল ও গণতান্ত্রিক শক্তির সমন্বয়ে সাউথ এশিয়ান পিপলস ফোরামের উদ্যোগে মঙ্গলবার বিকেলে আশ্রম প্রাঙ্গণে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
স্থানীয় সংসদ সদস্য ইসরাফিল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ভারতের প্রতিনিধি মানিক সমাজদার।
সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ভারতের অভিষেক রঙ্গন সেন, সীমা গুপ্তা, দিবেশ কান্তি সরকার, লিপিকা দে, নেপালের পার্থপ্রতিম সিং, নেপাল চিত নারায়ণ, রামকুমার, কল্যাণী লামা, লাভলী ইয়াসমিন, বাংলাদেশের জান্নাত ফাতেমা, রাহারানী সুলতানা (বাহার), সুবল সরকার, সুলতানা বেগম।
এ ছাড়া স্থানীয় প্রতিনিধিদের মধ্যে সাবেক এমপি ও বীর মুক্তিযোদ্ধা ওহিদুর রহমান, আওয়ামী লীগ নেতা গোলাম মোস্তফা বাদল, শহিদুল্লাহ মিঞা প্রমুখ উপস্থিত ছিলেন।
সম্মেলন শুরুর আগে বাংলাদেশের জাতীয় সংগীতের মাধ্যমে পাঁচ দেশের পতাকা উত্তোলন ও আগত অতিথিদের উত্তরীয় পরিয়ে দিয়ে সম্মাননা দেওয়া হয়।
সম্মেলনে সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতামুক্ত এ অঞ্চল গড়ে তুলতে এসব দেশের সব মানুষকে নিয়ে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন বক্তারা।