মেহেরপুরে ভারতীয় কাপড়সহ আটক ৩

মেহেরপুরের মুজিবনগর উপজেলা থেকে ভারতীয় শাড়িসহ একটি রেজিস্ট্রেশন বিহীন সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়েছে। এ সময় তিনজনকে আটক করা হয়।
বুধবার সন্ধ্যার সময় কোমরপুর বাজার থেকে তাঁদের আটক করে পুলিশ আটক ব্যক্তিরা হলেন রাজশাহীর রাজপুরা এলাকার কামরুল ইসলাম (৪৮), চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার জয়নগর গ্রামের শরীফুল ইসলাম (২৮) ও চাঁদপুর গ্রামের আলমগীর হোসেন (২৩)।
কোমরপুর পুলিশ ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত উপপরিদর্শক (এসআই) হাসেম উদ্দিন জানান, বুধবার সন্ধ্যার আগে কোমরপুর পুলিশ ক্যাম্পের সামনে তল্লাশি চৌকি বসিয়ে যানবাহন চেক করার সময় দর্শনা থেকে আসা একটি অটোরিকশায় তল্লাশি চালিয়ে ২৫৬টি ভারতীয় শাড়িসহ তিনজনকে আটক করে পুলিশ। অটোরিকশার ভেতর থেকে উদ্ধার করা ২৫৬টি শাড়ির আনুমানিক বাজার মূল্য তিন লাখ টাকা বলে তিনি জানান।
আটক ব্যক্তিরা জানান, কলকাতা থেকে শাড়ি কিনে দর্শনা তল্লাশি চৌকি দিয়ে বাংলাদেশে নিয়ে আসা হয়েছে।
মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজি কামাল জানান, আটক ব্যক্তিরা শাড়ির বৈধ কোনো কাগজপত্র দেখাতে না পারায় তাঁদের শাড়িসহ আটক করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।