সালাহ উদ্দিনকে ফিরিয়ে দেওয়ার আহ্বান খালেদা জিয়ার

বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদকে অবিলম্বে আদালতে হাজির বা পরিবারের কাছে ফিরিয়ে দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।
আজ মঙ্গলবার রাত পৌনে ৮টার দিকে দুই সন্তানকে নিয়ে সালাহ উদ্দিন আহমেদের স্ত্রী হাসিনা আহমেদ গুলশান কার্যালয়ে খালেদা জিয়ার সাথে দেখা করতে গেলে তিনি এ আহ্বান জানান। কার্যালয় থেকে বেরিয়ে হাসিনা আহমেদ এ কথা জানান।
প্রায় সোয়া এক ঘণ্টা কার্যালয়ে অবস্থান করেন সালাহ উদ্দিন আহমেদের স্ত্রী ও দুই সন্তান। হাসিনা আহমেদ বলেন, ‘খালেদা জিয়া আমার বাচ্চাদের সান্ত্বনা দেন। এ ছাড়া তিনি বলেছেন, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাই সালাহ উদ্দিনকে বাসা থেকে তুলে নিয়ে গেছে।’
এর আগে বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চার সদস্যের শিক্ষক প্রতিনিধিদল সমবেদনা জানাতে গুলশানে সালাহ উদ্দিন আহমেদের বাসায় যান। এ সময় নিখোঁজ স্বামীকে খুঁজে পাওয়ার বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর অসহযোগিতার অভিযোগ করে হাসিনা আহমেদ বলেন, নিখোঁজ হওয়ার আটদিনের মধ্যে মাত্র একদিন একজন সাব-ইন্সপেক্টর তাঁর সাথে দেখা করেছেন।
এ সময় উদ্বেগ জানিয়ে অধ্যাপক ইউসুফ হায়দার বলেন, দ্রুততম সময়ে সালাউদ্দিন আহমেদকে খুঁজে বের করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হোক।
রাজধানীর উত্তরার একটি বাড়ি থেকে বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দীন আহমেদকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয় ১০ মার্চ—এমন অভিযোগ করে থানা পুলিশের পাশাপাশি উচ্চ আদালতে যান সালাহ উদ্দিনের পরিবার। রোববারের মধ্যে তাঁর ব্যাপারে প্রতিবেদন দেওয়ার কথা বলা হয়। তবে এখনো তাঁর কোনো সন্ধান দিতে পারেনি সরকার।