ভোটার তালিকা চূড়ান্ত, পুরুষ বেড়েছে

দেশে বর্তমানে ভোটার সংখ্যা ৯ কোটি ৬১ লাখ ৯৮ হাজার ৬৫২ জন। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা চার কোটি ৮৪ লাখ ৫১ হাজার ৬৪২ জন এবং নারী ভোটারের সংখ্যা চার কোটি ৭৭ লাখ ৪৭ হাজার ১০ জন। পুরুষ ও নারী ভোটারের অনুপাত ৫০.৩৭ : ৪৯.৬৩।
চূড়ান্ত এ ভোটার তালিকায় আগের তালিকার চেয়ে পুরুষ ভোটার বেড়েছে। আগে নারী ও পুরুষ ভোটারের পার্থক্য ছিল ২ লাখ ৯১ হাজার ৩৯৯ জন। নতুন তালিকায় এ পার্থক্য সাত লাখ চার হাজার ৬৩২ জন।
আজ রোববার ভোটার তালিকার হালনাগাদ তথ্য প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এ সংক্রান্ত সর্বশেষ তথ্য আজ নির্বাচন কমিশনের ওয়েবসাইটে পাওয়া যায়। জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের সহকারী পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত ওই প্রতিবেদনে হালনাগাদ ভোটার তালিকা সম্পর্কে তথ্য দেওয়া হয়।
গত বছর ১৫ মে থেকে মাঠ পর্যায়ের ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরু করে নির্বাচন কমিশন। গত ১৫ নভেম্বর ১৫০টি দল হালনাগাদ করার কাজটি শেষ করে।
হালনাগাদ কার্যক্রমের মাধ্যমে তালিকায় যোগ হয়েছে নতুন ৪৬ লাখ ৯৫ হাজার ৬৫০ জন ভোটার। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ২৬ লাখ ২৯ হাজার ৫০৬ জন এবং নারী ভোটারের সংখ্যা ২০ লাখ ৬৬ হাজার ১৪৪ জন।
এ কার্যক্রমে চার লাখ ৭৭ হাজার ৫২৯ জন মৃত ভোটারের নাম কাটা হয়েছে।