বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মোসাদ্দেক আলী আটক

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও এনটিভির চেয়ারম্যান মোসাদ্দেক আলীকে আজ রোববার রাতে আটক করে গোয়েন্দা পুলিশ। পরে তাঁকে মিন্টো রোডে ডিবি পুলিশের কার্যালয়ে নেওয়া হয়। ছবি : নিউজ রুম ফটো
বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আলহাজ্ব মোহাম্মদ মোসাদ্দেক আলীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ রোববার রাত ৮টার দিকে রাজধানীর গুলশানে খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ের সামনে থেকে তাঁকে আটক করা হয়।
ঢাকা মহানগর পুলিশের (উত্তর) গোয়েন্দা শাখার উপকমিশনার শেখ নাজমুল আলম এনটিভি অনলাইনকে বলেন, মোসাদ্দেক আলীকে জিজ্ঞাসাবাদের জন্য মিন্টো রোডের ডিবি সদর দপ্তরে নেওয়া হয়েছে। তাঁর বিরুদ্ধে কোনো অভিযোগ আছে কি না তা খতিয়ে দেখে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
বিএনপির গণমাধ্যম শাখার কর্মকর্তা সামসুদ্দিন দিদার বলেন, ‘৭টা ৩০ মিনিটে তিনি চেয়ারপারসনের কার্যালয়ে প্রবেশ করেন, ৮টায় বের হওয়ার পর পরই পুলিশ তাঁকে আটক করে।’
আলহাজ্ব মোসাদ্দেক আলী এনটিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক এবং বেসরকারি টেলিভিশন চ্যানেল মালিকদের সংগঠন অ্যাটকোর প্রেসিডেন্ট।