ইসির কোনো নির্বাচনই গ্রহণযোগ্যতা পায়নি
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2016/03/02/photo-1456914781.jpg)
বর্তমান নির্বাচন কমিশনের (ইসি) অধীনে গত তিন বছরে কোনো নির্বাচনই গ্রহণযোগ্যতা পায়নি বলে মন্তব্য করেছেন সুশাসনের জন্য নাগরিক (সুজন) সভাপতি এম হাফিজউদ্দিন খান।
আজ বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে হাফিজউদ্দিন খান এ মন্তব্য করেন।
সুজন জানায়, নির্বাচন কমিশনের এখন পর্যন্ত ভূমিকা দেখে আশঙ্কা করা হচ্ছে, ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনও সুষ্ঠু হবে না। এ অবস্থা চলতে থাকলে নির্বাচনী ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়বে।
সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য ইউপি নির্বাচন করার আহ্বান জানিয়ে সুজন আরো জানায়, দলভিত্তিক নির্বাচন করায় স্থানীয় এ নির্বাচনও প্রশ্নের মুখে পড়বে। প্রথম ধাপের নির্বাচনের ২৫টি শুধু আওয়ামী লীগের প্রার্থী থাকা এবং ১১৪টি বিএনপির প্রার্থী না থাকাকে সুজন উদ্বেগজনক বলে মনে করে।
সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, অনলাইনে মনোনয়নপত্র জমা দেওয়ার ব্যবস্থা না করা হলে মনোনয়নপত্র জমাদানে বাধাদানের ঘটনা ঘটতেই থাকবে। তাঁর মতে, ইউপি নির্বাচনে সবার জন্য সমান সুযোগ নেই—এটা স্পষ্ট।
দলীয় প্রতীকের এ নির্বাচনে প্রধান দুই দল ব্যাপকভাবে মনোনয়ন-বাণিজ্য করেছে বলেও অভিযোগ করে সুজন। অন্যান্য নির্বাচনের মতো এ নির্বাচনের প্রার্থীদেরও হলফনামা দাখিলের বিধান করার দাবি তাদের।