স্বতন্ত্র প্রার্থীকে লাঞ্ছিত করার অভিযোগ

সাতক্ষীরার শ্যামনগরের আটুলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনের স্বতন্ত্র প্রার্থীকে লাঞ্ছিত করার অভিযোগ ওঠেছে আওয়ামী লীগের বিরুদ্ধে। স্বপন কুমার বৈদ্য নামের ওই প্রার্থী অভিযোগ করেন, আজ বৃহস্পতিবার রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রতীক নিয়ে ফেরার পথে এ ঘটনা ঘটে।
এ ব্যাপারে রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন স্বপন কুমার বৈদ্য।
স্বতন্ত্র প্রার্থী স্বপন কুমার বৈদ্য জানান, রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ‘চশমা’ প্রতীক বরাদ্দ নিয়ে ফিরে আসার সময় উপজেলা চত্বরে ওই আটুলিয়া ইউনিয়নের আওয়ামী লীগের প্রার্থী তাজউদ্দিন আহমেদ, তাঁর ভাই সালাহউদ্দিন ফন্টু, যুবলীগ নেতা মারুফ হোসেন ও আসলাম পথরোধ করে তাঁকে কিল ঘুষি মেরে ও গালাগাল করে লাঞ্ছিত করেন। তাঁকে (স্বপন কুমার বৈদ্য) প্রার্থিতা প্রত্যাহারের কথা বলা হয়। না করলে তাঁকে দেখে নেওয়া হবে বলেও হুমকি দেওয়া হয় বলে জানান স্বপন। এ সময় আশপাশের লোকজন এসে স্বপনকে উদ্ধার করে।
স্বপন এ ব্যাপারে রিটার্নিং কর্মকর্তা শ্যামনগর উপজেলা শিক্ষা অফিসার ইসমাইল হোসেনের কাছে একটি লিখিত অভিযোগ দিয়েছেন। রিটার্নিং কর্মকর্তা জানিয়েছেন, তিনি এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।