চুয়াডাঙ্গায় বিশু শাহর স্মরণে বাউলমেলা শুরু

প্রখ্যাত বাউলসাধক বিশু শাহর ৮৩তম ওফাত দিবস উপলক্ষে চুয়াডাঙ্গা সদর উপজেলার সরিষাডাঙ্গায় আজ শুক্রবার থেকে তিনদিনব্যাপী বাউলমেলা শুরু হয়েছে। মেলা উপলক্ষে শোভাযাত্রা বের হয়। ছবি : এনটিভি
প্রখ্যাত বাউলসাধক বিশু শাহর ৮৩তম ওফাত দিবস উপলক্ষে চুয়াডাঙ্গা সদর উপজেলার সরিষাডাঙ্গায় আজ শুক্রবার থেকে তিনদিনব্যাপী স্মরণোৎসব ও বাউলমেলা শুরু হয়েছে। মেলার উদ্বোধন করেন বিশিষ্ট বাউল সংগঠক গোলাম ফারুক জোয়ার্দ্দার।
এ উপলক্ষে আজ বেলা ১১টায় বিশু শাহর মাজারসংলগ্ন আখড়া থেকে বাউল শোভাযাত্রা শুরু হয়ে উৎসব মঞ্চ চত্বরে গিয়ে শেষ হয়। এরপর সেখানে সিরাজ সাঁই, ফকির আবু বকর সিদ্দিক, রাহেলা খাতুনসহ বিশিষ্ট বাউলরা সংগীত পরিবেশন করেন।
আয়োজকরা জানান, আগামী ৬ মার্চ পর্যন্ত এ উৎসব চলবে। উৎসবে বাংলাদেশ ও ভারতের প্রখ্যাত বাউলরা সংগীত পরিবেশন করবেন।