গাংনীতে হত্যা মামলার আসামিসহ ২ জন গ্রেপ্তার

মেহেরপুরের গাংনী থানা পুলিশ অভিযান চালিয়ে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামিসহ দুজনকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃতরা হলেন—সাজাপ্রাপ্ত আসামি কাজীপুর গ্রামের মোশারফ হোসেনের ছেলে বিপ্লব (৩২) ও বামন্দীর যুবলীগ নেতা শুকুর হত্যা মামলার আসামি নিশিপুরের ছিফারত হোসেনের ছেলে রশিদ (৪৮)।
শুক্রবার রাতে ও শনিবার ভোররাতে পৃথক অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের মেহেরপুর আদালতে প্রেরণ করা হয়েছে।
গাংনী থানার ওসি আকরাম হোসেন জানান, বামন্দী বাজারের যুবলীগ নেতা শুকুর হত্যাকাণ্ডের অন্যতম আসামি রশিদকে শনিবার ভোর রাতে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রশিদ এ হত্যাকাণ্ডের কথা স্বীকার করে বিবৃতি প্রদান করেছে বলেও জানান ওসি আকরাম হোসেন।
অন্যদিকে সাজাপ্রাপ্ত আসামি বিপ্লবের বিরুদ্ধে দুই বছরের কারাদণ্ড ও দুই হাজার টাকা জরিমানা এবং চারটি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। তিনি তাঁর নিজ বাড়িতে অবস্থান করছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিনগত রাতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।