এমপির বিরুদ্ধে ইসির মামলার নির্দেশ
ইউনিয়ন পরিষদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে সংসদ সদস্য (এমপি) শওকত হাচানুর রহমান রিমনের বিরুদ্ধে। এ ব্যাপারে সংসদ সদস্য রিমনের বিরুদ্ধে মামলা দায়ের করার জন্য বরগুনা পুলিশ সুপারকে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
নির্বাচন কমিশনের উপসচিব মো. সামসুল আলম স্বাক্ষরিত চিঠিটি আজ রোববার বরগুনা পুলিশ সুপারকে পাঠানো হয়। হাচানুর রহমান রিমন বরগুনা-২ আসনে আওয়ামী লীগ থেকে নির্বাচিত সংসদ সদস্য।
নির্বাচন কমিশনের চিঠিতে বলা হয়, বরগুনা জেলার বেতাগী উপজেলার সাতটি ইউনিয়ন পরিষদ নির্বাচন আগামী ২২ মার্চ অনুষ্ঠিত হবে। নির্বাচনের সময়সূচি ঘোষণা করার পর সংসদ সদস্য হাচানুর রহমান রিমন গত ৫ মার্চ বেতাগী উপজেলার বেতাগী ইউনিয়নের কিসমত ভোলানাথপুর ও কেওড়াবুনিয়া গ্রামে নতুন বিদ্যুৎ সঞ্চালন লাইনের উদ্বোধন করেন। যা ইউনিয়ন পরিষদ (নির্বাচন আচরণ) বিধিমালা, ২০১৬-এর বিধি ২৫-এর সুস্পষ্ট লঙ্ঘন।
চিঠিতে আরো বলা হয়, বিধিমালা লঙ্ঘন করায় ৩১ বিধি অনুসারে রিমনের বিরুদ্ধে মামলা দায়ের করার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত প্রদান করেছে।