বাদীর পরবর্তী সাক্ষ্যগ্রহণ ২১ মার্চ

নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলার বাদী নিহত প্যানেল মেয়র নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম বিউটির জেরা শেষ হয়েছে। সেই সঙ্গে পরবর্তী সাক্ষ্যগ্রহণ ও জেরার জন্য আগামী ২১ মার্চ দিন ধার্য করা হয়েছে।
আজ সোমবার দুপুরে পঞ্চম দিনের মতো সেলিনা ইসলাম বিউটিকে জেরা করেন আসামিপক্ষের আইনজীবীরা।
জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেনের আদালতে ৩৩ জন আসামির আইনজীবীরা সেলিনা ইসলাম বিউটিকে জেরা করেন।
তবে সাত খুন মামলার প্রধান আসামি সিদ্ধিরগঞ্জ আওয়ামী লীগের সাবেক সহসভাপতি কাউন্সিলর নূর হোসেন ও র্যাব ১১-এর সাবেক অধিনায়ক লে. কর্নেল তারেক সাঈদ মোহাম্মদের পক্ষে বাদী সেলিনা ইসলাম বিউটিকে জেরা করা হয়নি।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান জানান, প্রধান আসামি নূর হোসেন ও তারেক সাঈদ মোহাম্মদের পক্ষে উচ্চ আদালতে মামলা খারিজের আবেদন করায় তাঁদের আইনজীবীরা জেরা করেননি। উচ্চ আদালত ১৬ মার্চ তাঁদের আবেদনের আদেশ দেবেন।
বাদীপক্ষের আইনজীবী আরো জানান, এর আগে আজ সকালে ২৩ আসামিকে আদালতে হাজির করা হলে নিহত আইনজীবী চন্দন সরকারের গাড়িচালক নিহত ইব্রাহিমের বড় ভাই ইউসুফ ও অপর একজন লাশ প্রত্যক্ষদর্শী মোহাম্মদ হোসেনের সাক্ষ্যগ্রহণ করেন আদালত।
রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) অ্যাডভোকেট এস এম ওয়াজেদ আলী খোকন জানান, তারেক সাঈদ ও নূর হোসেনের আইনজীবীরা বিউটিকে জেরা করবেন এ মর্মে দিন ধার্য ছিল। কিন্তু দুটি মামলায় আসামিপক্ষ উচ্চ আদালতে সময়ের আবেদন করেন। আদালত দুই পক্ষের বক্তব্য শুনে ও কাগজপত্র দেখে আসামিপক্ষের আবেদন মঞ্জুর করেন।
সাত খুন মামলা দুটিতে ১২৭ জন সাক্ষী এবং পলাতক ১২ আসামিসহ ৩৫ জন চার্জভুক্ত আসামি রয়েছে।