নোয়াখালীতে হেজবুত তওহীদের সঙ্গে সংঘর্ষ, নিহত ৩

নোয়াখালীর সোনাইমুড়িতে হেজবুত তওহীদের সঙ্গে এলাকার লোকজনের সংঘর্ষে সংগঠনের দুই সদস্য নিহত হয়েছেন। এ ছাড়া গুলিবিদ্ধ হয়ে একজন নিহত হয়েছে।
আজ সোমবার দুপুরে উপজেলার চাষীরহাট এলাকার পোড়করা গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনাস্থলে পুলিশ, বিজিবি, র্যাব ও আইনশৃঙ্খলা বাহিনীর লোকজন রয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে হেজবুত তওহীদের নেতাকর্মীরা প্রথমে সোনাইমুড়ি উপজেলা প্রশাসন বরাবর এলাকায় প্রকাশ্যে সভা-সমাবেশ করা ও একটি মসজিদ নির্মাণের অনুমতি চেয়ে স্মারকলিপি দেয়। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে এলাকার লোকজনের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এ সময় হেজবুত তওহীদের নেতাকর্মীরা এলাকায় ঢুকলে তাদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। ঘটনা চলাকালে নূরু মেম্বারের বাড়িসহ পরপর তিনটি বাড়িতে আগুন লাগিয়ে দেয়।
এ সময় পুলিশ উভয় পক্ষকে থামাতে মুহুর্মুহু গুলি চালায়। এতে চারদিকে আরো আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার পর শহর থেকে অতিরিক্ত দাঙ্গা পুলিশ, র্যাব-১১ ও বিজিবি সদস্যরা ছুটে আসেন। কিন্তু রাস্তায় গাছের গুঁড়ি ফেলে অবরোধ করায় ঘটনাস্থলে পৌঁছাতে বিলম্ব হয়।
হেজবুত তওহীদের লোকজনকে গ্রেপ্তার ও নিষিদ্ধ করার দাবিতে উত্তেজিত লোকজন সোনাইমুড়ি-ঢাকা সড়ক এক ঘণ্টা অবরোধ করে। এ সময় পুলিশের সঙ্গে এলাকাবাসীর ধাওয়া-পাল্টাধাওয়া হয়।
আহতদের বিভিন্নস্থানে চিকিৎসা দেওয়া হচ্ছে। এলাকায় এখনও থমথমে অবস্থা বিরাজ করছে।
কয়েকবছর আগেও একই রকম ঘটনায় শতাধিক লোক আহত হয়েছে। এ ছাড়া গত ২৪ ফেব্রুয়ারি তারা পোড়করা গ্রামে বিশাল সমাবেশ করেছিলো।