শিক্ষকদের দ্বন্দ্বে অচল সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে রেজিস্ট্রার ও প্রক্টরের দ্বন্দ্বে বিশ্ববিদ্যালয়ে অচলাবস্থার সৃষ্টি হয়েছে। রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েবের অপসারণ দাবি করে প্রক্টরসহ ৬৭ জন শিক্ষক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। তাঁদের মধ্যে ৪৬ জন বিভাগীয় প্রধানও আছেন।
শিক্ষক নিয়োগ প্রক্রিয়া নিয়ে গতকাল মঙ্গলবার থেকে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে উত্তেজনা বিরাজ করছে। মঙ্গলবার দিবাগত রাতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আবদুল বাসেত ও রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েবের মধ্যে বাকবিতণ্ডার ঘটনা ঘটে। এর জের ধরে রাতেই উত্তপ্ত হয়ে ওঠে ক্যাম্পাস।
এ কারণে আজ বুধবার সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ক্লাস ও পরীক্ষা নেওয়া থেকে বিরত থাকেন শিক্ষকরা। প্রশাসনিক কার্যক্রমেও বিরত থাকেন বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম গোলাম শাহী আলম জানিয়েছেন, শিক্ষক সমিতির অধিকাংশ নেতা প্রক্টরের পক্ষ নিয়ে রেজিস্ট্রারের পদত্যাগ ও অপসারণ দাবি করে পদত্যাগপত্র জমা দিয়েছেন। তাঁদের মধ্যে প্রক্টর ও ৪৬ জন বিভাগীয় প্রধানসহ মোট ৬৭ জন শিক্ষক রয়েছেন।
অন্যদিকে, প্রক্টরের পদত্যাগ দাবি করেছেন বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের সংগঠন অফিসার্স অ্যাসোসিয়েশনের নেতারা। তাঁরাও প্রশাসনিক কার্যক্রম থেকে বিরত থাকার ঘোষণা দিয়েছেন।