রিজার্ভ চুরি নিয়ে অর্থমন্ত্রী সুবিধামতো বক্তব্য দিচ্ছেন : বারাকাত

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনার পর অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত নিজের সুবিধামতো নানা বক্তব্য দিয়ে যাচ্ছেন বলে অভিযোগ করেছেন অর্থনীতিবিদ ড. আবুল বারাকাত।
‘বাংলাদেশে মৌলবাদের রাজনৈতিক অর্থনীতি ও জঙ্গিবাদ’ শীর্ষক এক আঞ্চলিক সেমিনারে এসব কথা বলেন আবুল বারাকাত। আজ শনিবার দুপুরে চট্টগ্রাম টিআইসি মিলনায়তনে এ সেমিনারের আয়োজন করে বাংলাদেশ অর্থনীতি সমিতি, চট্টগ্রাম চ্যাপ্টার।
সেমিনারে ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. সিকান্দর খান, অর্থনীতি সমিতির সভাপতি আশরাফ উদ্দিন, ইনডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ইরশাদ কামাল খান বক্তব্য দেন।
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় অর্থমন্ত্রীর সমালোচনা করে অর্থনীতিবিদ আবুল বারাকাত বলেন, অর্থমন্ত্রী একবার বলেন টাকার সমস্যা নাই। আরেকবার বলেন, এত বড় বাজেট দিতে পারব না। অর্থমন্ত্রীর এসব মন্তব্য জাতিকে হতাশ করে।