‘নূর হোসেনের লোককে পিপি হিসেবে নিয়োগ’

নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) ওয়াজেদ আলী খোকন অন্যতম আসামি নূর হোসেনের লোক বলে অভিযোগ করেছেন বাদীপক্ষের আইনজীবী। তবে রাষ্ট্রপক্ষের আইনজীবী তা অসত্য বলে দাবি করেছেন। পরবর্তী সাক্ষ্য গ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে ২৮ মার্চ।
আজ সোমবার দুপুরে জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেনের আদালতে সাত খুন মামলায় সাতজনের সাক্ষ্যগ্রহণ শেষে বাদী নিহত প্যানেল মেয়র নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম বিউটির আইনজীবী সাখাওয়াত হোসেন খান এ অভিযোগ করেন। এ সময় বাদী সেলিনা ইসলাম তাঁর সামনেই ছিলেন।
আলোচিত সাত খুন মামলার আসামিদের জবানবন্দি ১৬৪ ধারায় রেকর্ড করা জ্যেষ্ঠ বিচারিক হাকিম কে এম মহিউদ্দিন, লাশের সুরতহাল ধারণকারী পুলিশের উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান, এসআই বেলায়েত হোসেন ও কনস্টেবল রমজান মৃধাসহ সাতজনের সাক্ষ্যগ্রহণ করেন আদালত। ১২৭ জন সাক্ষীর মধ্যে এ পর্যন্ত ১০ জনের সাক্ষ্য আদালত নিয়েছেন।
এ ব্যাপারে বাদীপক্ষের আইনজীবী সাখাওয়াত হোসেন খান বলেন, ‘এ মামলার একটি সুষ্ঠু বিচার হোক তা নারায়ণগঞ্জসহ বাংলাদেশের সবাই চায়। কিন্তু এখানে এসে দেখা গেল, একটা প্রহসনের ব্যাপার হচ্ছে। আজ তিনজন সাক্ষী আনা হয়েছে, তাদের যথাযথভাবে আনার দায়িত্ব পিপি সাহেবের। কিন্তু সে প্রস্তুতি দিয়ে তাদের আনা হয়নি। পিপি আসামিদের সঙ্গে দাঁড়িয়ে হাসেন। যাদের আজ উপস্থাপন করা হয়েছে, সেসব সাক্ষীরা সাক্ষ্য উপস্থাপন করুক তা পিপি চাননি। পূর্বপ্রস্তুতিও নেওয়া হয়নি। মামলা নষ্ট করার চেষ্টা করেছে পিপি। নূর হোসেনের লোককে পিপি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তাকে বাঁচানোর জন্য সাক্ষীদের এমনভাবে উপস্থাপন করা হচ্ছে যাতে মামলা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ ছাড়া আদালতে দাঁড়িয়ে বাদীসহ অন্যদের হুমকি-ধমকি দেওয়া হচ্ছে যার জন্য আমরা ভীতসন্ত্রস্ত।’
এ ব্যাপারে রাষ্ট্রপক্ষের আইনজীবী এস এম ওয়াজেদ আলী বলেন, ‘পিপির একটি জুরিসডিকশন আছে সাক্ষীদের ব্যাপারে। তা করে আমার যাঁরা সহকারী আছেন, তাঁদের দিয়ে সাক্ষীদের প্রস্তুত করিয়ে দিয়েছি। সাক্ষীরা বেশি বললেই কিন্তু মামলার প্রমাণ হয় না। সাক্ষীরা যেটুকু ১৬১ ধারায় পুলিশের কাছে জবানবন্দি দিয়েছেন, এর বাইরে তাঁকে বলার কোনো স্কপ নেই। জোর করে বলাতে গেলেই প্রতিপক্ষের আইনজীবীরা ক্ষিপ্ত হবেন এবং তাই হয়েছে। আদালতে যাঁরা উপস্থিত ছিলেন, তাঁরা দেখেছেন। যে অভিযোগের কথা বললেন, আমি একটা কথা স্পষ্ট করে বলেছি, আমি সকল ভয়-ভীতি, লোভ-লালসার ঊর্ধ্বে। অনেকেই আজ আমাকে হুমকি দিয়েছে যে পিপি কিন্তু আজ থাকবেন না। এ মামলা শক্তভাবে করতে গিয়ে যদি চলে যেতে হয়, আমি প্রস্তুত আছি।’
ওয়াজেদ আলী আরো বলেন, ‘বাদীপক্ষকে প্রমাণ করতে বলুন যে আমি নূর হোসেনের লোক নাকি রাষ্ট্রের লোক।’