সিনহা গার্মেন্টসে অগ্নিকাণ্ড, খবর সংগ্রহে বাধা

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কাঁচপুরে সিনহা গার্মেন্টসে আজ শুক্রবার দুপুরে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে বিভিন্ন মালামাল। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
সংবাদ সংগ্রহ করতে গণমাধ্যমকর্মীরা ঘটনাস্থলে গেলে বাধা দিয়ে তাঁদের ওপর চড়াও হয় মালিকপক্ষের লোকজন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, আজ দুপুর সোয়া ১টার দিকে সিনহা গার্মেন্টসের রোপ উইভিং সেকশনে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। আগুন লাগার সঙ্গে সঙ্গে কারখানার নিরাপত্তার কর্মীরা প্রবেশ গেটসহ কারখানার বিভিন্ন গেটে তালা বন্ধ করে দেয়। অনেকে আটকা পড়ে ভেতরে।
আগুনের খবর পেয়ে ঢাকার ডেমরা, নারায়ণগঞ্জের হাজীগঞ্জ ও ঢাকা সদর দপ্তরসহ মোট আটটি ইউনিট দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার খবর পেয়ে গণমাধ্যমকর্মীরা ঘটনাস্থলে গেলে বাধা দিয়ে তাঁদের ওপর চড়াও হয় মালিকপক্ষের লোকজন। দীর্ঘ দুই ঘণ্টা পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপে গণমাধ্যমকর্মীদের ভেতরে প্রবেশ করতে দেয়।
আগুনে কারখানার বিপুল পরিমাণ সুতা, মেশিনারিজসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে। তবে আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আগুনে কী পরিমাণ ক্ষতি হয়েছে তা ফায়ার সার্ভিস ও কারখানা কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি।