কণ্ঠশিল্পী কৃষ্ণকলির স্বামী কারাগারে
কণ্ঠশিল্পী কৃষ্ণকলির স্বামী খালিকুর রহমানকে গৃহকর্মী জান্নাত আক্তার শিল্পীর (১৫) রহস্যজনক মৃত্যুর ঘটনায় কারাগারে পাঠিয়েছেন আদালত।
আজ রোববার ঢাকার মুখ্য মহানগর হাকিম প্রণব কুমারের আদালতে কৃষ্ণকলির স্বামী খালিকুর রহমানকে দুই দিনের রিমান্ড শেষে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন শেরেবাংলা নগর থানা পুলিশ। আদালত তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
গত ২৪ মার্চ খালিকুর রহমানকে দুই দিনের রিমান্ডে পাঠান ঢাকা মহানগর হাকিম নুরু মিয়া।
গত বুধবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনার পর বিকেল ৫টা ২০ মিনিটে গৃহকর্মী শিল্পীকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) মোজাম্মেল হক জানিয়েছেন, খালিকুর রহমান নামের এক ব্যক্তি অচেতন অবস্থায় শিল্পীকে নিয়ে আসেন। পরে চিকিৎসকরা শিল্পীকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের নিবন্ধনে শিল্পীর বয়স লেখা হয়েছে ১৮ বছর। খালিকুর রহমানের বাসা আগারগাঁয়ের তালতলায়। খালিকুর রহমান জানান, শিল্পী গত দেড় মাস আগে তাঁদের বাসায় কাজ শুরু করে। অসুস্থ হয়ে পড়ায় তিনি শিল্পীকে হাসপাতালে নিয়ে যান।
এসআই মোজাম্মেল জানান, নিহত শিল্পীর গলায় ও মুখে আঁচড়ের দাগ ছিল। সন্দেহ হওয়ায় জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে আটক করা হয়। পরে খালিকুর রহমানকে শেরে বাংলানগর থানায় হস্তান্তর করা হয়।