ভাইকে হত্যার দায়ে ভাইয়ের ফাঁসি

কাঁঠালিয়া উপজেলায় বড় ভাইকে জবাই করে হত্যার দায়ে ছোট ভাইকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন ঝালকাঠির একটি আদালত। একই সঙ্গে আরেক আসামিকে যাবজ্জীবন সাজা দেওয়া হয়েছে।
আজ সোমবার দুপুরে ঝালকাঠি জেলা ও দায়রা জজ মো. শফিকুল করিম এ রায় ঘোষণা করেন।
ফাঁসির দণ্ডাদেশ পাওয়া নাজমুল হোসেন আজমুল পলাতক। যাবজ্জীবনপ্রাপ্ত অপর আসামি বেল্লাল হোসেন আদালতে উপস্থিত ছিলেন।
জেলা ও দায়রা জজ আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী আবদুল মান্নান রসুল জানান, ২০১০ সালের ২৪ সেপ্টেম্বর রাতে পারিবারিক বিরোধের কারণে কাঁঠালিয়া উপজেলার উত্তর বাঁশবুনিয়া গ্রামের ভাড়ায়চালিত মোটরাইকেল চালক মো. আল-আমিনকে তাঁর ছোট ভাই নাজমুল হোসেন আজমুল ও তাঁর সহযোগী বেল্লাল হোসেন গলা কেটে হত্যা করে।
পরের দিন সকালে বাড়ির কাছের একটি বাগানে আল-আমিনের লাশ পাওয়া যায়। এ ঘটনায় নিহতের বাবা জিয়াউল হক বাদী হয়ে পরের দিন কাঁঠালিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন।