গোপালগঞ্জে মেশিনে ওড়না পেঁচিয়ে শ্রমিকের মৃত্যু
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় মেশিনে ওড়না পেঁচিয়ে ফাঁস লেগে এক নারীশ্রমিক নিহত হয়েছেন। আজ সোমবার বেলা ১১টার দিকে উপজেলার শান্তিপুর গ্রামের আর কে ডাল মিলে এ ঘটনা ঘটে।
মুকসুদপুর থানার সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আবদুস সালাম জানান, সকালে উপজেলার শান্তিপুর গ্রামে শ্যামল কুণ্ডুর আর কে ডাল মিলে কাজ করতে আসেন দীপালি বৈরাগী (৩৫)। ডাল ভাঙার সময় অসাবধানতাবশত মেশিনের সঙ্গে দীপালির গায়ের ওড়না পেঁচিয়ে যায়। এতে গলায় ফাঁস লেগে ঘটনাস্থলেই মারা যান তিনি।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। লাশ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
দীপালি বৈরাগী মুকসুদপুর উপজেলার জলিরপার ইউনিয়নের জলিরপাড় গুচ্ছগ্রামের বাসিন্দা।