মালয়েশিয়া যাওয়ার পথে উদ্ধার ৪৫, আটক ৭

কক্সবাজারের মহেশখালীর সোনাদিয়া দ্বীপ ও টেকনাফের সেন্ট মার্টিনে পৃথক অভিযান চালিয়ে মালয়েশিয়াগামী ৪৫ যাত্রীকে উদ্ধার করেছে পুলিশ ও কোস্টগার্ড। আজ সোমবার দুটি অভিযানে সাত পাচারকারীকে আটক ও একটি ট্রলার জব্দ করা হয়। কোস্টগার্ড দাবি করেছে, এরা ট্রলার দিয়ে অবৈধভাবে মালয়েশিয়া যাচ্ছিল।
কোস্টগার্ডের সেন্ট মার্টিন স্টেশন কর্মকর্তা ক্যাটি মং মারমা এনটিভি অনলাইনকে বলেন, ‘সোমবার সকালে ছেঁড়াদিয়ার নিকটবর্তী বঙ্গোসাগর থেকে একটি ট্রলারে করে মালয়েশিয়ায় পাচারের সময় এক পাচারকারী আটক এবং ৪০ জনকে উদ্ধার করা হয়। তাঁদের টেকনাফ থানায় সোপর্দ করা হয়। পাচারকারী ব্যক্তির নাম ছৈয়দ আলম (৩৫)। তবে তিনি আটক ৩৯ জনের নাম তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি।
এদিকে সোমবার দুপুর ২টার দিকে মহেশখালী উপজেলার সোনাদিয়া দ্বীপ থেকে ছয় মালয়েশিয়াগামী যাত্রীকে উদ্ধার করে পুলিশ। পুলিশের দাবি, এরা অবৈধভাবে মালয়েশিয়া যাচ্ছিল। এ সময় ছয় পাচারকারীকেও আটক করা হয়।
আটককৃতরা হচ্ছেন রামু উপজেলার রশিদ উল্লাহ (৪৫), উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের মো. আবদুল কাইয়ুম (৩০), আবু তাহের (১৯) নুরুল আমিন (৩৩), আবদুল্লাহ (২০) ও মো. নুর হোসেন (২৪)।
পুলিশ উদ্ধারকৃতদের নামও জানিয়েছে। এঁরা হলেন নরসিংদী জেলার শিবপুর উপজেলার শানখোলা গ্রামের জুয়েল মিয়া (২১), মো. মোকাররম (২৫), আলমগীর মিয়া (২০) ও মো. মানিক মিয়া (২৩), কক্সবাজারের উখিয়া উপজেলার জয়নাল আবেদীন (৩০) ও রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ির জয়নাল আবেদীন (২৯)।
কক্সবাজারের পুলিশ সুপার শ্যামল কুমার নাথ এনটিভি অনলাইনকে জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।