সাত খুন মামলার পরবর্তী সাক্ষ্য-জেরা ১৮ এপ্রিল

নারায়ণগঞ্জে আলোচিত সাত খুন মামলার সাক্ষ্য গ্রহণ এবং জেরার পরবর্তী তারিখ ১৮ এপ্রিল ধার্য করা হয়েছে। আজ সোমবার দুপুরে সাত খুন মামলার সাতজন সাক্ষীর জেরা শেষে এ নির্দেশ দেন আদালত।
জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেনের আদালতে আইনজীবী খোকন সাহা সাক্ষীদের জেরা করেন। তিনি প্রধান আসামি নূর হোসেন ও র্যাব ১১-এর সাবেক অধিনায়ক লে. কর্নেল তারেক সাঈদ মোহাম্মদের পক্ষে সাক্ষীদের জিজ্ঞাসাবাদ করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) ওয়াজেদ আলী খোকন জানান, জ্যেষ্ঠ বিচারিক হাকিম এম মহিউদ্দিন এ মামলায় কয়েকজন আসামির ১৬৪ ধারায় জবানবন্দি রেকর্ড করেছেন। আজ মহিউদ্দিনসহ সাত সাক্ষীকে জেরা করা হয়েছে।
এ মামলার ১২৭ জন সাক্ষীর মধ্যে এরই মধ্যে ১৪ জনের সাক্ষ্য এবং ১২ জনের জেরা শেষ হয়েছে।
২০১৪ সালের ২৭ এপ্রিল দুপুরে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড থেকে প্যানেল মেয়র নজরুল ইসলাম ও জ্যেষ্ঠ আইনজীবী চন্দন সরকারসহ সাতজন অপহৃত হন। অপহরণের তিনদিন পর ৩০ এপ্রিল শীতলক্ষ্যায় ছয়জনের এবং পরদিন আরেকজনের মৃতদেহ ভেসে ওঠে। এ বিষয়ে ফতুল্লা থানায় আলাদা দুটি মামলা করা হয়।