চিরিরবন্দরে ১৩ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

চতুর্থ ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদে অপ্রাপ্ত বয়স, খেলাপি ঋণসহ কয়েকটি কারণে ১৩ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এর মধ্যে জাতীয় পার্টির একজন চেয়ারম্যান পদপ্রার্থীও রয়েছেন।
গতকাল রোববার (১০ এপ্রিল) উপজেলা নির্বাচন কর্মকর্তা মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ১৩ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন।
যাঁদের মনোনয়নপত্র বাতিল হয়েছে তাঁরা হলেন উপজেলার ৮ নম্বর সাইতাড়া ইউনিয়নে জাতীয় পার্টির চেয়ারম্যান পদপ্রার্থী আইনুল হক, ১০ নম্বর পুনট্টি ইউনিয়নের ১ নম্বর সংরক্ষিত ওয়ার্ডের নারী সদস্য পদপ্রার্থী আশুরা বেগম, ৮ নম্বর সাইতাড়া ইউনিয়নের ১ নম্বর সংরক্ষিত ওয়ার্ডের হাসনা হেনা, ১ নম্বর ওয়ার্ডের সাধারণ সদস্য আবদুল বাসেত, ৩ নম্বর ওয়ার্ডের সাধারণ সদস্য জাহেদুল ইসলাম, ৪ নম্বর ওয়ার্ডের সাধারণ সদস্য আবদুল ওয়াহাব, ৯ নম্বর ওয়ার্ডের সাধারণ সদস্য মলয় কান্তি রায়, ১ নম্বর নশরতপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সাধারণ সদস্য গোলাম মোস্তফা, ৬ নম্বর অমরপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সাধারণ সদস্য মাহমুদুল্লাহ সরকার, ৫ নম্বর আব্দুলপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সাধারণ সদস্য হাবিবুর রহমান, ৪ নম্বর ওয়ার্ডের সাধারণ সদস্য আনোয়ার হোসেন, ৫ নম্বর ওয়ার্ডের সাধারণ সদস্য জাহাঙ্গীর আলম এবং ১ নম্বর ওয়ার্ডের সাধারণ সদস্য আলম শাহ।
উপজেলা নির্বাচন কর্মকর্তা মাহবুবা আক্তার জানান, নির্বাচনী বিধি মোতাবেক অপ্রাপ্ত বয়স, খেলাপি ঋণসহ বেশ কয়েকটি কারণে এই ১৩ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
গত ৭ এপ্রিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে চিরিরবন্দর উপজেলায় চেয়ারম্যান পদে ৫৩ জন, সংরক্ষিত ওয়ার্ডের সদস্য পদে ১২৯ জন ও সাধারণ সদস্য পদে ৩৯০ জন মনোনয়নপত্র জমা দেন।