অপহরণের পরদিন মিলল শিশুর বস্তাবন্দি লাশ

দিনাজপুরে অপহরণের একদিন পর এক শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাত সোয়া ১০টার দিকে হাকিমপুর উপজেলায় শিশুটির বাসভবনের পাশ থেকেই লাশটি উদ্ধার করে পুলিশ।
নিহত শিশুটির নাম আফতাহিরা রশিদ মনি (৪)। সে উপজেলার মুহাড়াপাড়া গ্রামের বাসিন্দা ও আজাদর হাকিমপুর মহিলা কলেজের অধ্যক্ষ মামুনুর রশিদ আজাদের একমাত্র মেয়ে।
হাকিমপুর থানার পরিদর্শক (তদন্ত) একরামুল কবির জানান, গত সোমবার বিকেলে বাড়ির পাশে খেলা করার সময় মনিকে অপহরণ করা হয়। এরপর ৩০ লাখ টাকা মুক্তিপণ চেয়ে মামুনুর রশিদ আজাদের মোবাইলে বার্তা পাঠানো হয়। এর পর থেকেই যে নম্বর থেকে বার্তাটি পাঠানো হয়েছিল সেটি বন্ধ পাওয়া যাচ্ছিল।
গতকাল রাতে আজাদের প্রতিবেশীরা একটি বস্তবন্দি লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বস্তার ভেতর থেকে মনির লাশ উদ্ধার করে।
এ ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটক করা হয়েছে বলে জানান পরিদর্শক। এদের জিজ্ঞাসাবাদ চলছে। তবে তদন্তের স্বার্থে এই মুহূর্তে আটককৃতদের পরিচয় দেওয়া সম্ভব না বলে জানান তিনি।