তারানা হালিমকে হত্যার হুমকি

ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিমকে কাফনের কাপড় পাঠিয়ে হত্যার হুমকি দেওয়া হয়েছে। প্রতিমন্ত্রীর গণমাধ্যম কর্মকর্তা এনায়েত হোসেন এ তথ্য জানিয়েছেন।
বার্তা সংস্থা ইউএনবি জানিয়েছে, বুধবার রাতে এক তরুণ মোটরসাইকেলে করে গিয়ে তারানা হালিমের গুলশানের বাসভবনের প্রধান ফটকের নিরাপত্তাকর্মীকে একটি উপহারের বক্স রাখতে অনুরোধ করে। বক্সটি প্রতিমন্ত্রীর জন্য নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী পাঠিয়েছেন বলে জানানো হয়।
এনায়েত বলেন, নিরাপত্তাকর্মী উপহার বক্সটি নিতে চাননি। তখন ওই তরুণ তাঁর মোটরসাইকেলটি ঠিক জায়গায় আছে কি-না, তা দেখে আসা পর্যন্ত বক্সটি রাখতে বলে। বক্সটি রাখা হলে ওই তরুণ মোটরসাইকেলে করে চলে যায়। নিরাপত্তাকর্মী ওই বক্স খুলে দেখতে পান, সেখানে কাফনের কাপড় ও আতর রয়েছে। আর একটি কাগজে লেখা ‘মৃত্যুর জন্য তৈরি থাকো।’
এ ব্যাপারে প্রতিমন্ত্রীর পক্ষ থেকে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে বলে জানিয়েছেন গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম।