নারায়ণগঞ্জে ৬৬ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ৩

নারায়ণগঞ্জের ফতুল্লার সাইনবোর্ড এলাকা থেকে আজ শুক্রবার ভোরে ৬৬ হাজার ৮০০ ইয়াবা বড়িসহ গ্রেপ্তার হওয়া তিনজন। পাশে পুলিশ সদস্যরা। ছবি : এনটিভি
নারায়ণগঞ্জের ফতুল্লার সাইনবোর্ড এলাকা থেকে আজ শুক্রবার ভোরে ৬৬ হাজার ৮০০ ইয়াবা বড়িসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
অতিরিক্ত পুলিশ সুপার মোকলেছুর রহমান আজ দুপুরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে জানান, ভোরে সাইনবোর্ড এলাকায় সন্দেহ হলে একটি সিএনজিচালিত অটোরিকশার আরোহীদের চ্যালেঞ্জ করে পুলিশ। সিএনজিতে তল্লাশি করে একটি কার্টনের ভেতর তিনটি প্লাস্টিকের বয়াম ও একটি টিনের কৌটায় ৬৬ হাজার ৮০০ ইয়াবা বড়ি পাওয়া যায়। আটক করা যাত্রী হয় ফোরকান উদ্দিন ও অটোরিকশার চালক আইনুল হককে। ফোরকানকে জিজ্ঞাসাবাদের পর জালকুড়ি এলাকা থেকে আরো দুজনকে গ্রেপ্তার করে পুলিশ।
মোকলেছুর রহমান জানান, সিএনজিচালক ছাড়া গ্রেপ্তার হওয়া অপর তিনজন ইয়াবা ব্যবসায়ী। তাঁদের বাড়ি কক্সবাজারের টেকনাফে। চট্টগ্রাম থেকে রাতে একটি বাসে এসে ভোরে সাইনবোর্ড এলাকায় নামেন তাঁরা।