নারায়ণগঞ্জের খেলার মাঠ রক্ষার দাবিতে মানববন্ধন

নারায়ণগঞ্জের ফতুল্লার ঐতিহ্যবাহী আলীগঞ্জ খেলার মাঠে আবাসিক ভবন নির্মাণ প্রকল্প বাতিল এবং মাঠ রক্ষার দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।
গতকাল শনিবার বিকেলে ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কের আলীগঞ্জ এলাকায় প্রায় তিন কিলোমিটার রাস্তার দুই পাশে স্কুল-কলেজের হাজার হাজার শিক্ষার্থী, রাজনৈতিক-সাংস্কৃতিক নেতৃবৃন্দ, জাতীয় খেলোয়াড় ও এলাকাবাসী এ মানববন্ধনে অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় রনি তালুকদার, আলীগঞ্জ স্পোর্টিং ক্লাবের সভাপতি কাউছার আহম্মেদ পলাশ ও বিভিন্ন সংগঠনের নেতারা।
মানববন্ধনে বক্তারা বলেন, এ মাঠ থেকে অনুশীলন করে জাতীয় পর্যায়ের অনেক খেলোয়াড় সৃষ্টি হয়েছে। আন্তর্জাতিকভাবে অনেক বিদেশি খেলোয়াড় এই মাঠে এসে তাঁদের ক্রীড়ানৈপুণ্য দেখিয়েছেন। এখনো প্রতিদিন এ মাঠে শত শত স্কুল-কলেজের শিক্ষার্থী ও এলাকাবাসী ক্রিকেট-ফুটবলের অনুশীলন করে।
জনমত যাচাই না করেই হঠাৎ করে এ মাঠে আবাসিক ভবন নির্মাণের প্রকল্প গ্রহণ করার সিদ্ধান্ত এলাকাবাসী কেউই মেনে নেবে না। তাই জনস্বার্থে মাঠ রক্ষার দাবিতে সরকারের হস্তক্ষেপ কামনা করেন তাঁরা।