সিটি নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীকে তৎপর থাকার নির্দেশ

আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক ও তৎপর থাকার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসের আমু। আজ বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সামনে সংক্ষিপ্ত ব্রিফিংয়ে এসব কথা বলেন কমিটির সভাপতি ও শিল্পমন্ত্রী আমির হোসের আমু।
শিল্পমন্ত্রী বলেন, ‘দেশের পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করে যাচ্ছেন। সামনের সিটি নির্বাচন। এ সময় পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক ও তৎপর থাকার নির্দেশ দেওয়া হয়েছে। আমরা আশা করছি, নির্বাচনের সময় শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করবে।’
দুই ঘণ্টাব্যাপী এ বৈঠকে আরো উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, মন্ত্রণালয়ের সচিবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।