এমাজউদ্দীনের নেতৃত্বে ইসিতে ‘শত নাগরিক কমিটি’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এমাজউদ্দীন আহমদের নেতৃত্বে বিএনপিপন্থী ‘শত নাগরিক কমিটি’র ছয় সদস্যের একটি প্রতিনিধিদল আজ বুধবার বিকেলে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দীন আহমদের সঙ্গে বৈঠক করতে নির্বাচন কমিশন (ইসি) কার্যালয়ে যান।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল সাড়ে ৩টার দিকে কমিটির সদস্যরা ইসিতে পৌঁছান। প্রতিনিধিদলে আছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, অধ্যাপক মাহবুব উল্লাহ, শত নাগরিক কমিটির সদস্য-সচিব কবি আবদুল হাই শিকদার, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, অ্যাডভোকেট ফাহিমা নাসরিন মুন্নী।
সূত্র জানায়, প্রতিনিধিদলের সদস্যরা সিইসির সঙ্গে আসন্ন সিটি করপোরেশন নির্বাচন নিয়ে আলোচনা করবেন। এর আগে ‘শত কমিটি’র নেতৃবৃন্দ গতকাল মঙ্গলবার রাতে সংগঠনের আহ্বায়ক অধ্যাপক এমাজউদ্দীন আহমদের বাসায় বৈঠক করেন।
অধ্যাপক এমাজউদ্দীন আহমদ গত ২০ মার্চ বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করে সাংবাদিকদের জানিয়েছিলেন, ‘ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মনোভাব ইতিবাচক। তবে নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে কি না, সে বিষয়ে তাঁর সংশয় রয়েছে। আর তিন সিটি করপোরেশন নির্বাচনে অংশ নিলে ২০-দলীয় জোটের আন্দোলনের কৌশলও পাল্টানো হতে পারে।’