শীতলক্ষ্যায় নৌকা ডুবে মা ও শিশু সন্তান নিখোঁজ

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীর বন্দর খেয়াঘাটে বালু বহনকারী খালি বাল্কহেডের ধাক্কায় নৌকা ডুবে মা ও তাঁর সাড়ে তিন বছর বয়সী শিশু সন্তান নিখোঁজ রয়েছে। আজ বুধবার রাত সাড়ে ৮টায় এ দুর্ঘটনা ঘটে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক জানান, বন্দর র্যালি বাগানের বাসিন্দা চান মিয়া তাঁর স্ত্রী সেতু বেগম ও শিশু সন্তান স্বাধীনকে নিয়ে নারায়ণগঞ্জ সদরে চিকিৎসকের কাছে যাচ্ছিলেন।
বন্দর খেয়াঘাট থেকে নদী পারাপারের জন্য তাঁরা নৌকায় ওঠেন। নৌকা ছাড়ার কিছুক্ষণের মধ্যেই মেঘনামুখী একটি খালি বাল্কহেডের ধাক্কায় খেয়া নৌকাটি ডুবে যায়। চান মিয়া সাঁতরে জীবন রক্ষা করলেও স্ত্রী-সন্তান গভীর পানিতে তলিয়ে যায়।
রাত সাড়ে ৯টায় ফায়ার সার্ভিসের ডুবুরিদল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে।