নারায়ণগঞ্জে হেলে পড়েছে পাঁচতলা ভবন

নারায়ণগঞ্জের পশ্চিম দেওভোগ এলাকায় একটি পাঁচতলা ভবন পাশের চারতলা ভবনের ওপর হেলে পড়েছে।
আজ সোমবার ভোরে এ ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ারসার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে যান।
ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, ভবনটির দোতলা পর্যন্ত একটি ক্লিনিক আছে। তার ওপরে বাসা। ক্লিনিকের রোগী ও ভাড়াটিয়াসহ ভবনের সবাইকে সরিয়ে নেওয়া হয়েছে।
হেলেপড়া ভবনটি কতটা ঝুঁকিপূর্ণ তা বিশেষজ্ঞরা পরীক্ষা করার পরই বোঝা যাবে বলে জানান ওসি।