আরো ৩০০ উদ্যোক্তা সৃষ্টিতে চলতি মূলধন দিলেন সেলিম ওসমান

সরকারের একটি বাড়ি একটি খামার প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে নারায়ণগঞ্জ-৫ (শহর-বন্দর) আসনের সংসদ সদস্য সেলিম ওসমান আরো ৩০০ জন শিক্ষিত বেকারকে চলিত মূলধন দিয়েছেন।
চলিত মূলধন হিসেবে তাঁদের প্রত্যেককে ২৫ হাজার টাকা করে স্ব স্ব ব্যাংক হিসাবে দেওয়া হয়েছে। যার মধ্যে ৪২ জন মুক্তিযোদ্ধার সন্তান, ১৩০ জন পুরুষ ও ১২৮ জন নারী রয়েছেন।
এর আগে সেলিম ওসমান ৫০০ জন নারীকে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে প্রত্যেককে একটি করে সেলাই মেশিন ও নগদ পাঁচ হাজার টাকা করে চলিত মূলধন প্রদান এবং ১৮৪ জন শিক্ষিত যুবককে ২৫ হাজার টাকা করে চলিত মূলধন দেওয়া হয়েছে।
তারই ধারাবাহিকতায় আজ মঙ্গলবার নারায়ণগঞ্জ ক্লাবের শীতলক্ষ্যা কমিউনিটি সেন্টারে নতুন আরো ৩০০ জন শিক্ষিত বেকার যুবক-যুবতীকে চলিত মূলধন হিসেবে প্রত্যেককে ২৫ হাজার টাকা করে চলিত মূলধন দেওয়া হয়।
সেলিম ওসমান নারায়ণগঞ্জ সদর, বন্দর, সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লা এলাকায় মোট ২০ হাজার নারী-পুরুষকে নতুন উদ্যোক্তা হিসেবে সৃষ্টি করার ঘোষণা দেন। এ ছাড়া তিনি তাঁর নির্বাচনী এলাকার আওতাধীন সাতটি ইউনিয়নের প্রত্যেক ইউনিয়নে ৫০টি করে বাড়ি খুঁজে বের করার কথা বলেন। যেখানে একটি বাড়ি একটি খামারের মডেল হিসেবে গড়ে তুলতে, হাঁস, মুরগি, গরু, ছাগল দেওয়ার উদ্যোগ নেওয়া হবে বলে জানান।
সেলাই মেশিন ও পাঁচ হাজার টাকা করে ৫০০ নারীকে উদ্যোক্তা বানাতে আর্থিকভাবে সহযোগিতা করে বিকেএমইএর সদস্য প্রতিষ্ঠান মডেল ডি ক্যাপিটাল, ১৮৪ জন শিক্ষিত যুবককে উদ্যোক্তা তৈরি করতে চলিত মূলধন প্রদানের ব্যাপারে আর্থিক সহযোগিতা করে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এবং ৩০০ জনকে উদ্যোক্তা সৃষ্টি করতে আর্থিক সহযোগিতা করছে বিকেএমইএ।
নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহসভাপতি মঞ্জুরুল হকের সভাপতিত্বে বক্তব্য দেন উদ্যোক্তা তৈরির আয়োজক নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক আনিছুর রহমান মিঞা, মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নারায়ণগঞ্জ জেলার কমান্ডার মোহাম্মদ আলী, বিকেএমইএর প্রথম সহসভাপতি আসলাম সানি, বিজিএমইএর সহসভাপতি এস এম মান্নান কচি, জেলা জাতীয় পার্টির আহ্বায়ক আবুল জাহের, বিকেএমইএর সাবেক সহসভাপতি (অর্থ) এম এ হাতেম প্রমুখ।