সুন্দরবনে আবারও আগুন, নিয়ন্ত্রণের দাবি
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2016/04/27/photo-1461757265.jpg)
পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের তুলাতুলি এলাকায় আজ বুধবার বিকেলে আবারও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে আনার জন্য এরই মধ্যে ঘটনাস্থলে বন বিভাগ ও স্থানীয় লোকজন ফায়ার লাইন কেটে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে। তবে এখন পর্যন্ত ঘটনাস্থলে পৌঁছায়নি ফায়ার সার্ভিসের সদস্যরা।
এদিকে বন বিভাগ দাবি করে বলছে, আগুন কিছুটা হলেও তাদের নিয়ন্ত্রণে এসেছে।
পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক মো. বেলায়েত হোসেন জানান, বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশনের আড়ুবাড়িয়ার খাল থেকে প্রায় দুই হাজার ফুট পশ্চিমে গহিন বনের তুলাতুলি এলাকার বলা বাগানে ধোঁয়া দেখতে পান বন প্রহরীরা। খবর পেয়ে বিকেলে বন বিভাগের পদস্থ কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে গিয়ে স্থানীয়দের সহায়তায় ফায়ার লাইন কাটতে শুরু করেন। ফায়ার লাইন কাটার পর সেখানে পানি দেওয়া হয়েছে যাতে আগুন আশপাশে ছড়িয়ে না পড়ে। তবে এখন যে ধোঁয়া ও সামান্য আগুন দেখা যাচ্ছে, তা দ্রুতই নিভিয়ে ফেলার কাজ চলছে। ফায়ার সার্ভিসের সদস্যরা আসামাত্র পুরো আগুন নেভানো সম্ভব হবে বলে জানিয়েছে বন বিভাগ।
বেলায়েত হোসেন আরো বলেন, সামান্য জায়গায় আগুন লেগেছে, যা বর্তমানে নিয়ন্ত্রণে চলে এসেছে। এখন আর তেমন কোনো ভয় নেই। ঊর্ধ্বতন কর্মকর্তারাই এ বিষয়ে তদন্ত কমিটি গঠনসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলেও তিনি জানান।
এ নিয়ে গত এক মাসে চার বার সুন্দরবনে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে উদ্বেগ প্রকাশ করেছে বিভিন্ন পরিবেশবাদী সংগঠন।