পঞ্চম ধাপের নির্বাচন সুষ্ঠু করতে সব ব্যবস্থা নেওয়া হয়েছে

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. জাবেদ আলী বলেছেন, আসন্ন পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ, অবাধ ও নিরপেক্ষ করতে নির্বাচন কমিশন সব রকম ব্যবস্থা গ্রহণ করেছে। এ সময় কোনো ধরনের সংঘাত বা প্রাণহানী না ঘটিয়ে নির্বাচন সম্পন্ন করার জন্য তিনি সংশ্লিষ্টদের নির্দেশ দেন।
আজ বৃহস্পতিবার বিকেল ৫টায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নির্বাচনবিষয়ক এক মতবিনিময় সভায় নির্বাচন কমিশনার জাবেদ আলী এসব কথা বলেন।
জেলা প্রশাসক আনিছুর রহমান মিঞার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার ড. খন্দকার মহিদ উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গাউছুল আযম, জেলা নির্বাচন কর্মকর্তা তারিফুজ্জামান প্রমুখ।
এর আগে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মোহাম্মদ জাবেদ আলী সকাল ১১টায় আড়াইহাজার উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলা মিলনায়তনে ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভায় অংশ নেন।
এ সময় জাবেদ আলী বলেন, নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় দলীয় বা ব্যক্তিগত মতের বিরোধিতা বা ভিন্নমত থাকতেই পারে। তবে এ নিয়ে হানাহানি, মারামারি বরদাস্ত করা হবে না। তিনি নির্বাচনী আচরণবিধি মেনে চলার জন্য সব প্রার্থীদের প্রতি আহ্বান জানান।