শীতলক্ষ্যায় নৌকাডুবি, নিখোঁজ ১

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে যাত্রীবাহী নৌকা উল্টে একজন নিখোঁজ আছেন। গতকাল রোববার রাতে ঝড়ের কবলে পরে সেন্ট্রাল খেয়াঘাট এলাকায় যাত্রীবাহী নৌকাটি উল্টে যায়।
নিখোঁজ ব্যক্তির নাম রাকিব। রাকিবকে উদ্ধারের জন্য কাজ করছে ফায়ার সার্ভিস ও নৌ-পুলিশ।
নারায়ণগঞ্জ নৌ-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ আলম জানান, রোববার সন্ধ্যা ৭টায় বন্দরের র্যালিবাগান এলাকার সাইদুর রহমান ও তাঁর শ্যালক রাকিব মোটরসাইকেল নিয়ে নৌকায় করে শীতলক্ষ্যা নদী পার হচ্ছিলেন। ঝড়ের কবলে পড়ে মাঝনদীতে নৌকাটি উল্টে যায়। এ সময় নৌকার মাঝি ও সাইদুর সাঁতরে তীরে উঠতে পারলেও রাকিব পানিতে তলিয়ে যান। খবর পেয়ে নৌ-পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরিরা উদ্ধার তৎপরতা শুরু করেন।
সকালে মোটরসাইকেলটি উদ্ধার হলেও এখনো নিখোঁজ আছেন রাকিব।
ফায়ার সার্ভিসের ডুবুরি মোজাম্মেল হোসেন জানান, গতকাল রাত ১২টা থেকে বারবার পানিতে নেমে দেখা হয়েছে। কিন্তু রাকিবকে পাওয়া যায়নি। তবে উদ্ধার তৎপরতা চলছে বলে তিনি জানান।