এমাজউদ্দীন পক্ষপাতিত্ব করছেন : নৌমন্ত্রী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. এমাজউদ্দীন আহমদের সমালোচনা করেছেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান। তিনি বলেন, ‘এমাজউদ্দীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এবং একজন রাষ্ট্রবিজ্ঞানী হয়ে কীভাবে প্রকৃত বাস্তব ঘটনা তুলে না ধরে পক্ষপাতিত্ব করছেন?’
আজ শুক্রবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের মোজাফফর হোসেন চৌধুরী মিলনায়তনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক এক আলোচনা সভায় নৌপরিবহনমন্ত্রী এ সমালোচনা করেন। মুক্তিযোদ্ধা প্রজন্ম কমান্ড, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা এ সভার আয়োজন করে।
শাজাহান খান বলেন, বিএনপি নেত্রী খালেদা জিয়ার হরতাল-অবরোধ বিএনপি ও ২০-দলীয় জোটও মানছেন না। তারপরও তিনি হরতাল-অবরোধ বন্ধ করবেন না। কারণ তিনি আপসহীন নেত্রী। আর আপসহীন নেত্রী বলেই তিনি মানুষ হত্যা করেন।
নৌপরিবহনমন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রী পারতেন বিএনপির নাশকতার বিরুদ্ধে আরো কঠোর ব্যবস্থা গ্রহণ করতে। তারপরও তিনি যথেষ্ট ধৈর্যসহকারে কাজ করছেন। যারা সন্ত্রাস করছে, তাদের তিনি আইনের আওতায় নিয়ে আসছেন। আর এই সন্ত্রাসীদের পুলিশ দিয়ে দমন করা সম্ভব নয়। তাই আমাদের গণ-আন্দোলন সৃষ্টি করতে হবে।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ডের ভাইস চেয়ারম্যান সালাহ উদ্দিন, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন মঞ্চের পরিচালক আবদুল মালেক মিয়া, মুক্তিযোদ্ধা প্রজন্ম কমান্ডের সভাপতি ইসহাক খান প্রমুখ।