রাস্তায় গরু রাখায় ভাতিজার হাতে চাচা খুন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভাতিজার বঁটির আঘাতে এক চাচা নিহত হয়েছেন। আজ সোমবার সকালে কাঞ্চন পৌরসভার চরপাড়া এলাকায় এই ঘটনা ঘটেছে।
নিহত ব্যক্তির নাম আকমল উদ্দিন।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, আকমল উদ্দিন রাস্তার পাশে নিজের একটি জমিতে নিয়মিত গরু-ছাগল বেঁধে রাখতেন, যার কারণে রাস্তায় মানুষের চলাচলে সমস্যা হতো।
আকমল উদ্দিনের বড় ভাই সাদেক হোসেনের ছেলে সুমন উদ্দিন এভাবে গরু-ছাগল বাঁধতে তাঁকে নিষেধ করেন। এই নিয়ে চাচা-ভাতিজার মধ্যে বেশ কয়েকদিন ধরে ঝগড়া চলছিল। আজ সকালে আকমল উদ্দিন আবারও জমিতে গরু-ছাগল বেঁধে রাখলে সুমন উদ্দিনের সঙ্গে ঝগড়ার সৃষ্টি হয়। একপর্যায়ে ভাতিজা সুমন উদ্দিন উত্তেজিত হয়ে আকমলের মাথায় বঁটি দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আকমলের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। ঘটনার পর থেকে সুমন উদ্দিন পলাতক বলে জানান ওসি। তবে সুমনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান তিনি। এ ব্যাপারে রূপগঞ্জ থানায় মামলার প্রস্তুতি চলছে।