চুয়াডাঙ্গার সাবেক ছাত্রলীগ নেতা অপহৃত, ৩ দিনেও খোঁজ মেলেনি

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গায় আবদুল কাদের হিরক (৩৫) নামের ছাত্রলীগের সাবেক এক নেতাকে অজ্ঞাত অস্ত্রধারীরা অপহরণ করেছে। শনিবার রাত ১১টার দিকে কার্পাসডাঙ্গার পাশের গ্রাম বাঘাডাঙ্গায় গেলে অস্ত্রের মুখে তাঁকে অপহরণ করা হয়। গত তিন দিনেও তাঁর সন্ধান মেলেনি।
অপহৃত হিরকের মা শামসুন্নাহার জানান, শনিবার সন্ধ্যায় তাঁর ছেলে কার্পাসডাঙ্গা বাজারে যায়। সেখানে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী খলিলুর রহমান ভুট্টোর নির্বাচনী প্রচারে অংশ নেন। রাত ১১টার দিকে বাঘাডাঙ্গা গ্রামে হাকিম নামের এক ব্যক্তিকে পৌঁছে দিতে যান। এর পর সেখান থেকে অস্ত্রধারীরা হিরককে অপহরণ করে। অপহরণের সময় হিরকের ব্যক্তিগত মোটরসাইকেলটিও তারা নিয়ে যায়। ঘটনার প্রত্যক্ষদর্শী বাঘাডাঙ্গা গ্রামের মিন্টু মণ্ডল বিষয়টি তাঁকে জানিয়েছেন বলে তিনি দাবি করেন।
এদিকে অপহরণের তিন দিন পরও অপহৃত হিরক উদ্ধার না হওয়ায় স্ত্রী রেখা খাতুন ও ছেলে খালিদ হোসেনসহ (৬) পরিবারের সদস্যরা উদ্বেগ-উৎকণ্ঠায় রয়েছেন। রেখা খাতুন জানান, অপহরণের খবর পাওয়ার পর দামুড়হুদা থানা ও ডিবি পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তবে কেউই কোনো তথ্য দিতে পারেনি।
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত হোসেন জানান, হিরককে খুঁজে না পেয়ে তাঁর বাবা কার্পাসডাঙ্গা গ্রামের পশ্চিমপাড়ার নূর ইসলাম সোমবার একটি সাধারণ ডায়েরি করেছেন।