দামুড়হুদার দুটি ইউনিয়নে ভোটগ্রহণ শুরু

উৎসবমুখর পরিবেশে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার পুনর্গঠিত নতিপোতা ও নবগঠিত নাটুদহ ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে।
আজ রোববার সকাল ৮টা থেকে দুই ইউনিয়নের ১৯টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়েছে। চলবে বিকেল ৪টা পর্যন্ত।
এদিকে, ভোটগ্রহণকে কেন্দ্র করে ভোটকেন্দ্র ও এর আশপাশের এলাকায় কড়া নিরাপত্তাব্যবস্থা নিয়েছে প্রশাসন। এ বিষয়ে দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান এনটিভি অনলাইনকে বলেন, প্রতিটি কেন্দ্রে একজন উপপরিদর্শকের (এসআই) নেতৃত্বে ২০ সদস্যের আনসার ও পুলিশ সদস্য উপস্থিত আছেন। সাতজন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন।
নতিপোতা ইউনিয়নে চেয়ারম্যান পদে চারজন, সংরক্ষিত নারী সদস্যপদে নয়জন এবং সাধারণ সদস্যপদে ২৮ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। অন্যদিকে, নাটুদহ ইউনিয়নে চেয়ারম্যান পদে নয়জন, সংরক্ষিত নারী সদস্যপদে ১৩ এবং সাধারণ সদস্যপদে ৩৪ জন ভোটযুদ্ধে অংশ নিচ্ছেন।
২০০৩ সালে নতিপোতা ইউনিয়নে সর্বশেষ ভোট অনুষ্ঠিত হয়। এর পর নতিপোতা ইউনিয়নকে বিভক্ত করা হয়। এর ১২ বছর পর আজ এ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।