দিনাজপুরে পাসের হার ৮৯.৫৯

দিনাজপুর শিক্ষা বোর্ডে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় ২০১৬ সালে পাসের হার ৮৯ দশমিক ৫৯।
এ বছর এ শিক্ষা বোর্ডের অধীনে রংপুর, গাইবান্ধা, নীলফামারী, কুড়িগ্রাম, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলার মোট এক লাখ ৫০ হাজার ৩২১ জন শিক্ষার্থী অংশ নেয়।
মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় পাস করেছে এক লাখ ৩৪ হাজার ২১ জন শিক্ষার্থী। এর মধ্যে জিপিএ ৫ পেয়েছে আট হাজার ৮৯৯ জন। জিপিএ প্রাপ্তির ক্ষেত্রে এ বছর মেয়েদের চেয়ে ছেলেরা ভালো করেছে। জিপিএ পাওয়া ছাত্রের সংখ্যা চার হাজার ৯৮৪ আর ছাত্রীর সংখ্যা তিন হাজার ৯১৫ জন।
দিনাজপুর শিক্ষা বোর্ডে শতভাগ পাসকৃত স্কুলের সংখ্যা ২৬৯টি। অপরপক্ষে কোনো শিক্ষার্থী পাস করেনি এমন স্কুল রয়েছে দুটি।