সড়ক মেরামতের দাবিতে রৌমারীতে মানববন্ধন
কুড়িগ্রামের রৌমারী থেকে রাজিবপুর পর্যন্ত ঝুঁকিপূর্ণ সড়ক মেরামতের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।
আজ রোববার রৌমারী উপজেলা পরিষদের সামনের ডিসি সড়কে তরুণ প্রজন্মের উদ্যোগে দুই ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে সর্বস্তরের মানুষ অংশ নেয়।
এ সময় বক্তব্য দেন কুড়িগ্রাম-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. জাকির হোসেন, রৌমারী সিজি জামান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু হুরায়রা, তরুণ প্রজন্মের সভাপতি ওয়ালিদ বিন বকুল প্রমুখ।
মানববন্ধনে বক্তরা বলেন, দীর্ঘদিন ধরে রৌমারী উপজেলা শহর থেকে রাজিবপুর উপজেলা শহর পর্যন্ত সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে আছে। ঝুঁকিপূর্ণ এ সড়ক সংস্কারে কর্তৃপক্ষ নানা টালবাহানা করে আসছে।
এ অবস্থায় রৌমারী উপজেলার নতুন চর বন্দরসহ উপজেলাবাসীর একমাত্র সড়কপথ দিয়ে যোগাযোগ বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। অনতিবিলম্বে গুরুত্বপূর্ণ এ সড়ক মেরামত করা না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি দেন বক্তারা।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে এ ব্যাপারে একটি স্মারকলিপি দেওয়া হয়।