বিএনপি নেতা আসলামকে গ্রেপ্তার করা সরকারের নাটক : আলাল

বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল আজ মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার বিষনন্দী ইউনিয়নে দলীয় চেয়ারম্যান পদপ্রার্থীর পক্ষে এক সভায় বক্তব্য দেন। ছবি : এনটিভি
বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, দেশে ইমাম, পুরোহিত, পাদ্রী হত্যা করে সরকার এখন আতঙ্কে আছে। আর সে কারণেই আসলাম চৌধুরীকে গ্রেপ্তার করে সরকার নাটক সাজিয়েছে।
আজ মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার বিষনন্দী ইউনিয়নে দলীয় চেয়ারম্যান পদপ্রার্থী খাজা মহিউদ্দিনের পক্ষে প্রচারণা চালাতে গিয়ে এসব কথা বলেন বিএনপির এই নেতা।
মোয়াজ্জেম হোসেন আলাল আরো বলেন, বিএনপির এখন দুঃসময় নয়। বিএনপি এখন পরীক্ষা দেওয়ার সময় পার করছে। আর আওয়ামী লীগ আছে দুঃসময়ে। বিএনপি নেত্রী খালেদা জিয়া রাজপথে নামলে শেখ হাসিনা ক্ষমতায় থাকতে পারবেন না। আর প্রধান নির্বাচন কমিশনার রকিব উদ্দিনের কাছেও সুষ্ঠু নির্বাচন আশা করা যায় না।
এ সময় মোয়াজ্জেম হোসেন আলালের সঙ্গে কয়েকজন কেন্দ্রীয় নেতাসহ স্থানীয় নেতারাও ছিলেন।