ইউপি নির্বাচন
আ.লীগের বিদ্রোহী প্রার্থীর নির্বাচনী প্রচারে বাধার অভিযোগ

শরীয়তপুরের বিঝারী ইউপি নির্বাচনে প্রচারে বাধা দেওয়ার অভিযোগ করেছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো. আবদুর রাজ্জাক। ছবি : এনটিভি
শরীয়তপুরের নড়িয়া উপজেলার বিঝারী ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে প্রচারে বাধা দেওয়ার অভিযোগ করেছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান মো. আবদুর রাজ্জাক হাওলাদার।
গতকাল বুধবার সন্ধ্যা ৭টার দিকে নিজ বাড়িতে সংবাদ সম্মেলনে আবদুর রাজ্জাক এ অভিযোগ করেন।
আবদুর রাজ্জাক হাওলাদার বলেন, ‘আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আবদুস সালাম ও তাঁর সমর্থকরা মনোনয়নপত্র জমা দেওয়ার পর থেকে আমাকে নির্বাচন থেকে সরে দাঁড়াতে বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছেন। নির্বাচনে আনারস প্রতীক পাওয়ার পর আমার কর্মী-সমর্থকরা নির্বাচনী প্রচারে ভোটারদের কাছে যাচ্ছেন। তবে সালামের সমর্থকরা আমার কর্মী-সমর্থকদের ওপর হামলা চালিয়ে প্রচারে বাধা দিচ্ছে।’
নির্বাচন কমিশনের কাছে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়েছেন আবদুর রাজ্জাক।