শরীয়তপুরে মাহিন্দ্রচাপায় যুবক নিহত

শরীয়তপুরের নড়িয়া উপজেলার ডিঙ্গামানিক ইউনিয়নের শিমুলতলা এলাকায় মাহিন্দ্রর চাপায় মাসুম শিকদার (২৮) নামের এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দুজন।
গতকাল শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাসুম শিকদারের বাড়ি ডিঙ্গামানিক ইউনিয়নের শালধ গ্রামে। তিনি ডিঙ্গামানিক ইউনিয়ন পরিষদের (ইউপি) ২ নম্বর ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী শাহজাহান শিকদারের ছেলে।
দুর্ঘটনায় আহত ব্যক্তিদের পরিচয় পাওয়া যায়নি। তাঁদের নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরাম আলী মিয়া বলেন, মাসুম শিকদার ইতালিপ্রবাসী ছিলেন। বাবার নির্বাচনের প্রচার চালাতে কয়েকদিন আগে ইতালি থেকে দেশে আসেন। গতকাল রাতে নির্বাচনী প্রচার শেষে এলাকার শিমুলতলা সেতুর ওপর দাঁড়িয়ে কথা বলছিলেন মাসুম। এ সময় একটি মাহিন্দ্র তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। মাহিন্দ্রর সঙ্গে ধাক্কা লেগে আহত হন আরো দুজন।
ওসি আরো জানান, নিহত মাসুমের লাশ ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।