মেহেরপুরে বিএনপির নেতা-কর্মী সন্দেহে আটক ৫

মেহেরপুরে শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিএনপির নেতা-কর্মী সন্দেহে পাঁচজনকে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার দিবাগত রাত ১টা থেকে ২টা পর্যন্ত তাঁদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—মেহেরপুর সদর থানা এলাকার রায়হান, গাংনী থানার কাবিল ও আরিফুল, মুজিবনগর থানার মিকাইল ও আতিক।
মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ জানান, নাশকতা সৃষ্টির আশঙ্কায় পাঁচজনকে আটক করা হয়েছে। আজ মঙ্গলবার তাঁদের আদালতে সোপর্দ করা হবে।