কুড়িগ্রামে নৌকার মাঝিকে কুপিয়ে জখম
কুড়িগ্রামে এক নৌকার মাঝিকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। গতকাল রোববার রাতে রৌমারী উপজেলার জাদুর চর ইউনিয়নে এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তির নাম মোহাম্মদ আলী (২৭)।
রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম সাজেদুল ইসলাম জানান, গত রাত সাড়ে ১০টার দিকে জাদুর চর ইউনিয়নের নৌকাঘাট থেকে নৌকায় করে এক সহযোগীসহ চিলমারীর বাড়িতে ফিরছিলেন মোহাম্মদ আলী। এ সময় তাঁদের নৌকা অষ্টমীরচর ইউনিয়নের কাইসারচর এলাকায় পৌঁছালে একদল দুর্বৃত্ত তাদের ওপর হামলা চালায়। এ সময় নৌকার অন্য আরোহীরা পালিয়ে যেতে পারলেও মোহাম্মদ আলীর ডান কাঁধে ধারালো অস্ত্রের কোপ লাগে। এতে তিনি মারাত্মক আহত হন।
পরে এলাকাবাসী মোহাম্মদ আলীকে উদ্ধার করে প্রথমে রৌমারী স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে রাজীবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
রাজীবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক দেলোয়ার হোসেন জানান, ডান ঘাড়ে গুরুতর কোপের কারণে অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে। তবে মোহাম্মদ আলী এখন আশঙ্কামুক্ত আছেন।
তবে এ ঘটনায় আজ সোমবার দুপুর পর্যন্ত কোনো মামলা হয়নি বলে জানিয়েছেন ওসি।