জামালপুর জেলা বিএনপি সভাপতির বিরুদ্ধে মামলা
হামলা ও ভাঙচুরের অভিযোগে জামালপুরের সরিষাবাড়ী উপজেলা চেয়ারম্যান ও জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদারসহ ৫৯ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে।
আজ সোমবার সন্ধ্যায় সাতপোয়া ইউনিয়নের আওয়ামী লীগ দলীয় চেয়ারম্যান পদপ্রার্থী আবু তাহের বাদী হয়ে সরিষাবাড়ী থানায় এ মামলা করেন।
সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিল্লাল উদ্দিন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলায় অভিযোগ করা হয়েছে, গত শুক্রবার উপজেলার সাতপোয়া ইউনিয়নের আদ্রা বাজার মোড়ে বিএনপিদলীয় চেয়ারম্যান পদপ্রার্থী আবদুল হাই তালুকদারের নির্বাচনী সভাকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ, হামলা, সংঘর্ষের ঘটনা ঘটে।
এ সময় মামলার আসামিরা হামলা চালিয়ে আওয়ামী লীগ কর্মীদের সাত-আটটি মোটরসাইকেল ভাঙচুর করে।