কুড়িগ্রামে বিদ্যুৎস্পর্শে মায়ের মৃত্যু, মেয়ে আহত
কুড়িগ্রাম শহরের বকসীপাড়া ভরসার মোড় এলাকায় বিদ্যুৎস্পর্শে এক মায়ের মৃত্যু হয়েছে। এ সময় তাঁর মেয়ে মারাত্মক আহত হয়।
আজ বুধবার বিকেলে হঠাৎ প্রচণ্ড বেগে ঝড় উঠলে শহরের বকসীপাড়া ভরসার মোড় এলাকার বছির উদ্দিনের একটি কাঁঠাল গাছ বিদ্যুৎ লাইনের ওপর ভেঙে পড়ে। এ সময় বছির উদ্দিনের স্ত্রী বিবিজন বেগম লাকড়ি সংগ্রহের জন্য গাছের ডাল সরাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে পড়েন। তা দেখে মেয়ে শিউলি বেগম এগিয়ে এলে সেও বিদ্যুতায়িত হয়। এতে সঙ্গে সঙ্গে মা বিবিজান বেগম (৫৫) মারা যান।
পরে পাশের লোকজন এগিয়ে এসে শিউলিকে উদ্ধার করে প্রথমে কুড়িগ্রাম সদর হাসপাতাল এবং পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
শিউলির অবস্থা আশঙ্কাজনক। সে এবার নিলারাম স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি পাস করেছে।
কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাটি দুঃখজনক।