শিক্ষক নির্যাতনের প্রতিবাদে দিনাজপুরে মানববন্ধন

শিক্ষক নির্যাতনের প্রতিবাদ এবং নির্যাতনকারীদের শাস্তির দাবিতে দিনাজপুরের মানববন্ধন হয়ছে। ছবি : এনটিভি
নারায়ণগঞ্জ পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্ত এবং চট্টগ্রামের চন্দ্রনাইশ জাফরাবাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রহিম উদ্দীনের নির্যাতনকারীদের বিচারের দাবিতে মানববন্ধন করেছেন দিনাজপুরের খানসামা উপজেলার শিক্ষক ও এলাকাবাসী।
গতকাল বুধবার দিনাজপুরের খানসামার কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন থেকে দেশের সব শিক্ষক নির্যাতনের প্রতিবাদ এবং নির্যাতনকারীদের শাস্তির দাবি করা হয়।
মানববন্ধনে উপজেলার সব স্কুল, কলেজ ও মাদ্রাসার প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, কর্মচারীসহ বিপুল সংখ্যক স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন।