হাকিমপুরে ট্রেন থেকে পড়ে নারীর মৃত্যু

দিনাজপুরের হাকিমপুর উপজেলার বাসুদেবপুর সীমান্তে চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়ে এক নারীর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত ট্রেনযাত্রী ডলি বেগম (৩৫)। তিনি পার্বতীপুর উপজেলার ভেলিপাড়া (গুলপাড়া) গ্রামের আবদুস কুদ্দুছের স্ত্রী।
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বাসুদেবপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার সিরাজুল ইসলাম জানান, রাজশাহী থেকে নীলফামারীগামী আন্তনগর তিতুমীর ট্রেনটি বেলা পৌনে ১১টার দিকে হিলি রেলস্টেশনে পৌঁছায়। এর পর ট্রেনটি নীলফামারীর উদ্দেশে ছেড়ে গেলে উপজেলার বাসুদেবপুর সীমান্তের কাছে চলন্ত ট্রেন থেকে পড়ে যান ডলি বেগম। এ সময় তাঁর দুটি পা ও একটি হাত ট্রেনের চাকায় কাটা পড়ে বিচ্ছিন্ন হয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাৎক্ষণিকভাবে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে জয়পুরহাট সদর আধুনিক হাসপাতালে নেওয়ার পর দুপুর ১টার দিকে মারা যান ডলি।
তবে কীভাবে ডলি ট্রেন থেকে পড়ে যান, এ বিষয়ে কিছু জানাতে পারেননি কোম্পানি কমান্ডার।