বিরামপুরে ‘ফেনসিডিলসহ’ ইজিবাইক-চালক আটক

দিনাজপুরের বিরামপুর উপজেলায় রুহুল আমিন তাহিন (২০) নামের এক ইজিবাইক চালককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক রুহুল আমিনের কাছে ফেনসিডিল আটক করেছে বলে জানিয়েছে বিজিবি।
আজ বৃহস্পতিবার উপজেলার কাটলা এলাকা থেকে রুহুল আমিনকে আটক করা হয়। আটক রুহুল জেলার হাকিমপুর উপজেলার মাধবপাড়ার বাসিন্দা। এ ঘটনায় বিরামপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
বিজিবির কাটলা বিশেষ ক্যাম্পের হাবিলদার মুনির হোসেন জানান, সকাল ১০টার দিকে রুহুল আমিন নিজের ইজিবাইকে ফেনসিডিল পাচার করে কাটলা থেকে বিরামপুরের দিকে যাচ্ছিলেন। এসময় গোপন সংবাদের ভিত্তিতে ক্যাম্পের সদস্যরা তাঁর ইজিবাইকের গতিরোধ করে তল্লাশি করেন। এ সময় ওই ইজিবাইকে ১০০ বোতল ফেনসিডিল পাওয়া যায়। এ সময় তাঁর ইজিবাইকটিও জব্দ করা হয়।
আটক রুহুল আমিন জানান, হাকিমপুরের মাধবপাড়ার তুফান মণ্ডলের ছেলে পলাশ তাঁকে সীমান্তের নয়ানগর বাজার থেকে ১০০ বোতল ফেনসিডিল পাচার করে এনে তাঁর ইজিবাইকে সাজিয়ে দেন। এরপর তাঁকে ইজিবাইকটি নিয়ে বিরামপুরের ঢাকা মোড়ে আসতে বলেন। এ সময় বিজিবি সদস্যরা তাঁকে আটক করেন। রুহুল আমিন আরো জানান, এর আগেও তিনি এভাবে ইজিবাইকে ফেনসিডিল বহন করেছেন। বিনিময়ে তিনি ৫০০ টাকা আয় করতেন।